জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার ফল ০৮-১১-২০১৭ তারিখ প্রকাশ হয়েছে। এ ফলাফলে পাশের হার ৮৩ দশমিক ৩১ শতাংশ।
এবার সারা দেশে ৬৯৩ টি কেন্দ্রে ১৮১৬ টি কলেজে সর্বমোট মোট ৩ লাখ ২০ হাজার ১৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
মোবাইলে এসএমএস এর মাধ্যমে ডিগ্রি ফলাফল জানার নিয়মঃ
যে কোনো অপারেটরের মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবেJoin Our Group For All NU Notice Like our Page For All NU Notice
NU<স্পেস>DEG<স্পেস>Reg No
পাঠাতে হবে 16222 নম্বরে।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার্থীদের ২০১৬ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা ০৯/০৫/২০১৭ তারিখ থেকে শুরু হয়ে ১৯/০৬/২০১৭ তারিখে শেষ হয়। উক্ত পরীক্ষাগুলো সময়সূচীতে নির্ধারিত দিনগুলোতে বেলা ২টা থেকে আরম্ভ হয়।
ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোনো আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাস (০৭-১২-২০১৭) এর মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে জানাতে হবে। এরপর আর কোনো আপত্তি/অভিযোগ গ্রহণযোগ্য হবে না।