গত ১০/১০/২০১৭ সালে হঠাত করে একটি রুটিন ফেসবুক ও কিছু অনলাইন পোর্টাল -এ ভাইরাল হয় । এরপর থেকে সবাই সেই রুটিন কে আসন্ন ৩য় বর্ষ অনার্স পরীক্ষার রুটিন হিসেবে বিবেচনা করতে শুরু করে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট -এ এ সংক্রান্ত কোন তথ্য নেই । এমন অবস্থায় প্রশ্ন উঠেছে এই রুটিন কি আসল রুটিন কি না ? ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাত কলেজ রিলেটেড একটি গ্রুপ থেকে জানা যায় এটি ঢাকা কলেজ থেকে যে খসড়া কপি প্রেরণ করা হয়েছে তাঁর কপি । এই রকম খসড়া আরো ৬টি কলেজ থেকে প্রেরণ করা হয়েছে । সেই ৬টি কলেজ এর কপি’র সাথে ঢাকা কলেজের খসড়া কপি’র মিল থাকবে এমনটাও তো নয় । এই রকম পরিস্থিতিতে কথা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে । তিনি বলেন এখন পর্যন্ত আমরা কোন রুটিন প্রকাশ করিনি । ” তবে সাত কলেজের খসড়া হাতে পাওয়ার সত্যতা তিনি স্বীকার করে বলেন ” খসড়া রুটিন পর্যবেক্ষণ করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিবো এরপর আমরা ফাইনাল রুটিন প্রকাশ করবো ।” পরীক্ষা কবে নাগাদ শুরু হবে এমন প্রশ্নে তিনি বলেন ” আগামী ২৩ শে অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে ।”
Join our group to find any information related to admission ঢাবি অধিভুক্ত কলেজ শিক্ষার্থী
এইদিকে , সরকারি তিতুমীর কলেজে খোঁজ নিয়ে জানা যায় তাদের কাছে তৃতীয় বর্ষের রুটিন এসে পৌছায় নি । একই তথ্য জানা যায় সোহরাওয়ার্দী কলেজ থেকে তারাও জানান ‘ এখনও রুটিন হাতে পাননি তাঁরা । কলেজে থেকে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় কি না এমন প্রশ্নে তাঁরা জানান ‘ এই এখতিয়ার কলেজ এর নেই । বিষয় কোডগুলো ঠিক আছে কি না সেটিই শুধু পর্যবেক্ষণ করা হয় ।”